ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সৌখিন ফটোগ্রাফারদের তোলা ছবি নিয়ে প্রর্দশনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
 সৌখিন ফটোগ্রাফারদের তোলা ছবি নিয়ে প্রর্দশনী

ঢাকা: সৌখিন ফটোগ্রাফারদের তোলা ছবি নিয়ে ধানমন্ডির দৃক গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে তিনদিনব্যাপী ছবি প্রদর্শনী। গত ১৯ আগস্ট শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হয় রোববার (২১ আগস্ট)।

ৠাংগস প্রোপার্টিজ লিমিটেডের সহায়তায় ‘ফটোগ্রাফি ইজ মাই হবি’ নামে ফেসবুক ভিত্তিক গ্রুপ এই প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীর শেষে সেরা ছবি নির্বাচিত হওয়ায় ১০ জনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- কে এম হাসান তারেক, মোহাম্মদ শাকিলুজ্জামান, প্রিতম পিকলু, রুবাইয়াৎ হোসেন সিদ্দিক, এস এম রিয়াজুল হক, সালাউদ্দিন আহমেদ, তাকি তাহমিদ, আকবর আলী, ফাহাদ ইমতিয়াজ ও অনিন্দিতা রায়।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১৬
এমসি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।