ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘ব্যথারে মোর মধুর করি’ বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
‘ব্যথারে মোর মধুর করি’ বইয়ের মোড়ক উন্মোচন ছবি: সংগৃহীত

‘ব্যথারে মোর মধুর করি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রাজধানীর পুলিশ কনভেনশন হলে সম্প্রতি এক অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান ও হায়াৎ মাহমুদ...

ঢাকা: ‘ব্যথারে মোর মধুর করি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রাজধানীর পুলিশ কনভেনশন হলে সম্প্রতি এক অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান ও হায়াৎ মাহমুদ অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন।

বইটির লেখিকা প্রতিমা পাল-মজুমদার বইটিতে তার প্রয়াত বড় ছেলে অনিন্দ মজুমদার বাপ্পুর বেশ কিছু স্মৃতি, তথ্যের বিবরণ তুলে ধরেছেন। বইটি মূলত বাংলা ভাষায় লেখা হলেও ইংরেজি অনুবাদও এর সঙ্গে সংযুক্ত রয়েছে।

বইটির বাংলা অংশটুকু সম্পাদনা করেছেন হায়াৎ মাহমুদ এবং ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন সাদ হোসেইন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজক ছিলেন স্বয়ং লেখিকা এবং তার স্বামী কানুতোশ মজুমদার। অতিথিরা ছাড়াও লেখিকা তার ছেলের স্মৃতির কথা স্মরণ করে বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।