ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফেনীতে গ্রুপ থিয়েটার দিবস পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
ফেনীতে গ্রুপ থিয়েটার দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনীতে বিশ্ব গ্রুপ থিয়েটার দিবস পালিত হয়েছে।

ফেনী: ফেনীতে বিশ্ব গ্রুপ থিয়েটার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ফেনী শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পথ নাটক প্রদর্শন করা হয়।

নাট্য সংগঠক সুমন মাহমুদের সঞ্চালায় ফেনী থিয়েটারের প্রধান সমন্বয়ক রাশেদ মাজহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নাট্য নির্দেশক নাসির উদ্দিন সাইমুম, সাংবাদিক বখতেয়ার ইসলাম মুন্না, আসাদুজ্জামান দারা, সিনিয়র নাট্য সংগঠক হারুনুর রশিদ, সংলাপ নাট্য দলের সাধারণ সম্পাদক নারায়ন নাগ, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সমর দেবনাথ ও ফেনী থিয়েটারের সাবেক প্রধান সমন্বয়কারী কাজী ইকবাল আহমেদ পরাণ প্রমুখ।

সভায় জেলার সব নাট্য সংগঠনসহ বিভিন্ন শিল্প-সাহিত্য সংগঠনের সদস্যরা অংশ নেন।

পরে জেলা শিল্পকলা একাডেমি দল প্রদর্শন করে নাটক ‘সঙ’ এবং নাসির উদ্দিন ইউসুফের নির্দেশনায় ও মিরান উদ্দিন আলফার চিন্তায় ফেনী থিয়েটার প্রদর্শন করে ‘সূর্য সন্তানের পিতা’।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।