ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

অপু আমানের মৃত্যুতে গ্রুপ থিয়েটার ফেডারেশানের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
অপু আমানের মৃত্যুতে গ্রুপ থিয়েটার ফেডারেশানের শোক

ঢাকা: ‘অপেরা’ নাটকের দলের কর্ণধার অপু আমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান।

শনিবার (২১ জানুয়ারি) সংগঠনের প্রচার সম্পাদক ফেডারেশনের পক্ষে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপু আমানের মৃত্যুতে সংগঠনের চেয়ারম্যান লিয়কত আলী লাকী ও সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামানসহ বাংলাদেশের নাট্যাঙ্গনের সকলে শোকাহত।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এরআগে শনিবার (২১ জানুয়ারি) দিনগত রাত ৯টায় অপু আমান রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধ‍ু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত ছিলেন।

রোববার (২২ জানুয়ারি) তার নিজ এলাকাস্থ মিরপুর ছয় নম্বর মসজিদে বাদ-যোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭

এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।