ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

মিনুর সাধ ঘুড়ি ওড়াতে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
মিনুর সাধ ঘুড়ি ওড়াতে ‘হাঁসের পায়ে ঘুড়ি’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন/ছবি-বাংলানিউজ

সাভার,ঢাকা: মিনুর বাড়ির পাশের মাঠে বিকেলে সবাই মিলে ঘুড়ি ওড়ায়। মিনুর বড় সাধ হয় ঘুড়ি ওড়াতে। কীভাবে ওড়াবে সে ঘুড়ি?

সাভারে প্রতিবন্ধীদের নিয়ে ব্যতিক্রমধর্মী ‘হাঁসের পায়ে ঘুড়ি’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের চাঁপাইন এলাকায় পক্ষাঘাতগ্রস্তদের পুর্নবাসন কেন্দ্র (সিআরপির) রেডওয়ে হলে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভেলরি এ টেইলর।

বইটির লেখক নাজিয়া জাবীন বলেন, আমাদের সমাজে অনেক শিশু আছে, যারা বই মেলায় যেতেই পারে না, তাদের প্রতিবন্ধকতার কারণে বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে।

প্রতিটি শিশুর হাতে আমরা বিনাম‍ূল্যে বইটি তুলে দিতে পেরে সত্যিই আনন্দিত। সবাইকে প্রতিবন্ধী শিশুদের জন্য কিছু সময় অতিবাহিত করা উচিত।

তিনি ভেলরি এ টেইলরে উদাহরণ টেনে বলেন, তিনি যদি অন্য দেশের নাগরিক হয়ে বাংলাদেশের জন্য এতো কিছু করতে পারেন তাহলে আমরা কেনো পারবো না! সিআরপিতেই বইমেলা হতে পারে।

একটি প্রতিবন্ধী শিশুকে নিয়ে বইটি লেখা হয়েছে। অনুষ্ঠান শেষে ‘হাঁসের পায়ে ঘুড়ি’ নামের বইটি বিভিন্ন প্রতিবন্ধী শিশুদের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- শিশু মনোবিজ্ঞানী ডা.শামীম মতিন চৌধুরী, প্লাস ওয়ানের প্রতিষ্ঠাতা মহাপরিচালক রুবাবা দৌলা,সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলামসহ আরও অনেকে।

বইটি লিখেছেন শিশুতোষ লেখক ও ছড়াকার নাজিয়া জাবীন। এটা তার ২১তম প্রকাশনা। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কাজ করে থাকেন তিনি। এটা ব্রেইলের জন্য ৪০তম প্রকাশনা। এছাড়াও এ বছর নতুন আরও ১০টি নতুন ব্রেইল বই আসবে বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।