ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফরিদপুরে সাহিত্য পত্রিকা ‘উঠোন’র প্রকাশনা উৎসব 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
ফরিদপুরে সাহিত্য পত্রিকা ‘উঠোন’র প্রকাশনা উৎসব  ‘উঠোন’র প্রকাশনা উৎসব

ফরিদপুর: ফরিদপুরে সাহিত্য পত্রিকা ‘উঠোন’র প্রকাশনা উৎসব হয়েছে। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের কমলাপুরে রাইট ট্র্যাক স্কুল চত্বরে পত্রিকাটির মোড়ক উন্মেচন করেন অথিতিরা।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উঠোনের সম্পাদক মফিজ ইমাম মিলন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, ফুলকির সভানেত্রী অঞ্জলি বালা, সাংবাদিক পান্না বালা, অ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নূসরাত জাহান, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি মুজিবুর রহমান, সংগঠক রেজাউল করিম মৃধা প্রমুখ।

সম্পাদক মফিজ ইমাম মিলন বলেন, বৃহত্তর ফরিদপুরের সাহিত্য অঙ্গনের ছয় কীর্তিমান- হুমায়ূন কবির, জসিম উদ্দিন, নরেন্দ্র নাথ মিত্র, সুনীল গঙ্গোপাধ্যায়, আ ন ম বজলুর রশীদ ও আবু ইসহাককে এই পত্রিকা উৎসর্গ করা হয়েছে।
 
এছাড়াও অনুষ্ঠানস্থলে এই ছয় ব্যক্তি, পত্রিকার ত্রিশজন লেখকের ছবি, মুক্তিযুদ্ধ বিষয়ক ও ভাষা আন্দোলনসহ নানা ছবির প্রদর্শন করা হয়। ছনপাতার ছাউনির এক ব্যতিক্রমী মঞ্চে আনন্দঘন পরিবেশে উঠোনের গল্প লেখার গল্প সংখ্যার প্রকাশনা উৎসব শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।