ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

মেলায় সৈয়দা রাশিদা বারীর নতুন ৩টি বই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
মেলায় সৈয়দা রাশিদা বারীর নতুন ৩টি বই শিরোরত্ন, ১৬ই ডিসেম্বর ও মুক্তিযুদ্ধের গল্প এবং নিষ্পাপ এক শিশু রাসেল

অমর একুশে গ্রন্থমেলায় কবি সৈয়দা রাশিদা বারীর নতুন ৩টি বই প্রকাশ পেয়েছে।

বইগুলো হলো- শিরোরত্ন, ১৬ই ডিসেম্বর ও মুক্তিযুদ্ধের গল্প (পার্ল পাবলিকেশন্স) এবং নিষ্পাপ এক শিশু রাসেল (আফসার ব্রাদার্স)

এর আগে,  গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বইমেলায় বই তিনটির মোড়ক উন্মোচন করেন বেসমারিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।  

সৈয়দা রাশিদা বারীর বইয়ের সংখ্যা এ পর্যন্ত  ৯১টি।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসএনএস
  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।