ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবি সাযযাদ কাদিরের মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রীর শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
কবি সাযযাদ কাদিরের মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রীর শোক কবি সাযযাদ কাদির, ছবি: সংগৃহীত

কবি, সাহিত্যিক ও সাংবাদিক সাযযাদ কাদিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বিকেলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবি সাযযাদ কাদির ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।