ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

দুটি কবিতা ‍| তানিয়া চক্রবর্তী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, জুন ২২, ২০১৭
দুটি কবিতা ‍| তানিয়া চক্রবর্তী তানিয়া চক্রবর্তীর কবিতা

আগুন ও মাটির লাবণ্যে
আমরা ফাঁদ পেতেছি
এ ফাঁদ মহার্ঘ্য রূপে এসে গাছের পাতা কুড়োচ্ছে
নাভিমূলক উপমায় আমাদের শরীর চন্দনকে আদুরে করেছে
এখন রান্নাঘরের কথা মনে পড়ে

সেখানে যে রান্না করে তারও রান্না হয়
আঃ এ পাতা পোড়া গন্ধ
আসলে নরমাংসের লোভ
নিজেকে পুড়িয়ে পুড়িয়ে কত্‌ কত্‌ করে খায়
একানরের গল্প মনে পড়লে
ইদানীং রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরি
কলকব্জা, রক্ত ও নির্ভয়াদের জীবন মনে পড়ে
একানরেরা এখন বিষাক্ত আততায়ী
ঘূর্ণির পুতুল আর বিসর্জনের মা
কী অদ্ভুত আগুন আর মাটির জোর
জলের বেকায়দায় তাদের গলা শরীর
আঃ এক একটা তুলাযন্ত্রের মতো
খড়ের কাঠামোগুলো ভাসতে থাকে...
আসছে বছর আবার হবে
     কি  
       কি হবে?
ধ্বংস হবে, সৃষ্টির মুড়ো চিবিয়ে বেরিয়ে আসবে ধ্বংস
এখানে সুন্দর শুধু স্মৃতিতে এসে বাঁচে
আর অসুন্দর বাস্তবের চারকোল হয়ে
 চাদর হয়ে ঢেকে দিতে চায় সব---
######

এ দৈব যাপন

এ নব নিভৃতির দিনে চালসেদ্ধ করে
দেবতাকে ফিরনি বানিয়ে দিচ্ছি,
আর দেবতা এই বিনিময় প্রথায়
আমায় একগাদা রক্ত দিয়েছেন
রক্তের আভা দেখতে দেখতে
ঈশ্বর হিংসে করলেন খুব!
তারই বানানো রক্তে এত আলো
তিনি তীর বিঁধলেন
আহ্‌ কি উন্মাদ অথচ স্থির তীর!
জ্বালিয়ে পুড়িয়ে আমাকে বানিয়েছেন গাছ জাতীয়
এবারে রক্ত নেই, শুধু সবুজ বাহারে আমার শরীর
শরীর আসলে একটি পেটুক ধর্ম
খিদে ভর্তি তার শৈশব
এ সকল আনন্দের দিনে
আমরা নিজেরা আলো গোছাচ্ছি
এসো জীবন ঈশ্বর কে মাপার আগে
তোমাতে মিশি এবার---

########

তানিয়াকবি পরিচিতি
তানিয়া চক্রবর্তী
হুগলী, কলকাতা
মেইল- chak.taniya@gmail.com

প্রথম লেখা প্রকাশ ২০০৭ সালে উনিশ-কুড়ি পত্রিকায়। এরপর থেকে নিয়মিত লিখছেন দেশ, উনিশ-কুড়ি, কবিপত্র, কৃত্তিবাস, ভাষানগর, কবিতা পাক্ষিক, যুগান্তর, একদিন, ঐহিক, কবিসম্মেলন, বিডিনিউজ (বাংলাদেশ), আমাদের সময় (বাংলাদেশ), বৈখরী ভাষ্য, বৈশাখী (বাংলাদেশ), নান্দীমুখ, নন্দন, উত্তরবঙ্গ সংবাদ ইত্যাদি পত্র-পত্রিকায়।

কাব্যগ্রন্থ
কিছু একটার জন্য (পাঠক প্রকাশনী, ২০১৩ কলকাতা বইমেলা) ২. পুরুষের বাড়ি মেসোপটেমিয়া (সৃষ্টিসুখ প্রকাশনী, ২০১৫ কলকাতা বইমেলা) ৩. রাহুকেন্দ্রিক ঋতুকাল (শুধু বিঘে দুই প্রকাশনী, ২০১৬) ৪) লম্পট-(ছোট কবিতা প্রকাশনী, বাংলাদেশ একুশে বইমেলা ২০১৭)।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।