ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

জন্মভূমে নাট্যাচার্য্যের ৬৮তম জন্ম উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
জন্মভূমে নাট্যাচার্য্যের ৬৮তম জন্ম উৎসব জন্মভূমে নাট্যাচার্য্যের ৬৮তম জন্ম উৎসব

ফেনী: নাট্যাচার্য্য সেলিম আল দীনের ৬৮তম জন্ম উৎসব পালন করেছে সেলিম আল দীন কেন্দ্র।

শুক্রবার (১৮ আগষ্ট) রাতে সোনাগাজীর সেনেরখিলের সেলিম আল দীনের অনুজ বোরহান উদ্দিনের সভাপতিত্বে এ উৎসব আয়োজিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্ট, সোনাগাজী প্রেস ক্লাবের সভাপতি শেখ আব্দুল হান্নান, চরদরবেশ ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম সরোয়ার দুলাল, সেলিম আল দীন কেন্দ্রের সাধারন সম্পাদক কুদরাত-ই-খুদা পিকাসো, সাংগঠনিক সম্পাদক রাজিব সরোয়ার, চরদরবেশ ইউনিয়ন মুক্তিযোদ্বা কমান্ডার আবুল কাশেম, মুক্তিযোদ্বা আবুল হোসেন, শিক্ষক শিহাব উদ্দিন, সংগঠক শেখ ফরিদ, আবু তৈয়ব খোন্দকার প্রমুখ।

জন্মদিনের উৎসবে স্মরণ সভা, কেক কাটা, মোমবাতি প্রজ্জ্বলন, সাংস্কৃতিক আয়োজন ছিলো।

বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।