ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

অভয়নগরে কাজী নজরুলের প্রয়াণ দিবসে আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
অভয়নগরে কাজী নজরুলের প্রয়াণ দিবসে আলোচনা সভা আলোচনা সভা

যশোর: যশোরের অভয়নগরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এ আয়োজন করে।  

‘দুখু মিয়ার প্রয়াণ দুঃখে’ শীর্ষক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও, ভারপ্রাপ্ত) মনদীপ ঘরাইয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রিজিবুল ইসলাম, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক সুনীল দাস, সাংবাদিক হারুন-অর-রশিদ, কৃষি ও শিক্ষা অফিসারসহ অন্যরা।

 

এ সময় ইউএনও’র অনুরোধক্রমে অন্য অনুষ্ঠানগুলোর মতো বক্তরা সভা পরিচিতি কিংবা ধন্যবাদ জ্ঞাপন মূলক বক্তব্য পরিহার করে মূল অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘দুখু মিয়ার প্রয়াণ দুঃখে’ শীর্ষক আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।