ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবি মতিন বৈরাগী’র ৭২তম জন্মদিনের অনুষ্ঠান বৃহস্পতিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
কবি মতিন বৈরাগী’র ৭২তম জন্মদিনের অনুষ্ঠান বৃহস্পতিবার কবি মতিন বৈরাগী। ছবি: সংগৃহীত

ঢাকা:  বৌদ্ধিক-দীপ্তিময় শুদ্ধস্বরের কবি মতিন বৈরাগী’র ৭২তম জন্মদিন উদযাপন করবে অন্যধারা সাহিত্য সংসদ।

এ উপলক্ষে বৃহস্পতিবার(১৬ নভেম্বর)বিকেলে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে(দ্বিতীয় তলা, পরিবাগ, ঢাকা) অন্যধারা সাহিত্য সংসদ এক অনুষ্ঠান আয়োজন করেছে। একই সাথে অন্যধারা সাহিত্য সংসদ-এর ১৩৭তম সাহিত্য আড্ডাও অনুষ্ঠিত হবে কবিকে ঘিরে।

জন্মদিনের অনুষ্ঠান উদ্বোধন করবেন আবু সালেহ এবং এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষাবিদ প্রফেসর আবুল কাসেম ফজলুল হক।

কবি সৈয়দ আহমদ আলী আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কবি আশরাফ মির্জা ও বিশেষ বক্তা থাকবেন কবি ক্যামেলিয়া আহমেদ।

অন্যধারা সাহিত্য সংসদ-এর যুগ্ন আহবায়ক লুৎফুন নাহার রহমান ও আফিয়া রুবি কবি মতিন বৈরাগীর জন্মদিনের অনুষ্ঠানে সাহিত্যবোদ্ধা ও কাব্যামোদীদের অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এমপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।