ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত ডিসেম্বরে, আবাহনী মাঠে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত ডিসেম্বরে, আবাহনী মাঠে

ঢাকা: আগামী ডিসেম্বরে রাজধানীর ধানমণ্ডির আবাহনী মাঠে অনুষ্ঠিত হবে এবারের বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব। পাঁচ দিনব্যাপী এ উৎসব শুরু হবে ২৬ ডিসেম্বর।

বেঙ্গল ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপক (কমিউনিকেশন্স) রেজওয়ানুল কামাল পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এরইমধ্যে আবাহনী মাঠ বরাদ্দ পাওয়া গেছে।

সরকারি সব আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে অনুমোদন পেলে আগামী ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

এ বছর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে উপমহাদেশের যেসব শিল্পীর আসার কথা ছিলো তাদের ৮০ শতাংশ যোগ দেবেন। আগামী সাতদিনের মধ্যে সংবাদ সম্মেলন ডেকে আয়োজনের বিস্তারিত তুলে ধরবে বেঙ্গল ফাউন্ডেশন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।