ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বিরহী কুহু | যুথিকা বড়ুয়া

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
বিরহী কুহু | যুথিকা বড়ুয়া বিরহী কুহু | যুথিকা বড়ুয়া

একলা ঘরে নিঝুম পাড়ায় বিচরণ করে মন

স্মৃতিরা সব ধেয়ে এসে করে জ্বালাতন।

চুপটি করে বিভোর হয়ে বসে রোমন্থনে

হঠাৎ এক মাতাল হাওয়া কাঁপায় শিহরণে।

 

 

কল্পলোকে জাগায় পুলকধূসর মরু বুকে

মোহাচ্ছন্ন কপট হাসি ছড়ায় বিমূঢ় বিষণ্ন মুখে।

পাকা পিরিত কাঁচা হয়ে জোয়ান ভূতে ধরে

শুকনো বাগে গজিয়ে তরু গোলাপ টগর ঝরে।

জ্যোৎস্না রাতে কলোতানে সাজায় বাসর গহীন বনে

খুশীর স্রোতে হৃদয় ভাসে ইচ্ছা জাগরণে।

সুখ যেন এক বসন্তের হাওয়া মানে না নিয়ম-রীতি

সুযোগ বুঝেই হৃদয়ে জাগায়,

এক নিদারুণ কোমল অনুভূতি।

দ্বন্ধ-দ্বিধায় দুলে ওঠে মূর্ছা যায় তন

উচ্ছলতায় কম্পিত হয় অভিলাষী মন।

ফুল বাগিচায় ভ্রমর খ্যালে, চুষে খায় মৌ

দগ্ধ দেহ শীতল করে প্রেম সিনামীর ঢেউ।

চমক ভাঙে মেঘের ডাকে রাতের আকাশ ঘিরে

বিরহী কুহু দ্যাখে চেয়ে একা শয্যায় নীড়ে।

শরমে তার বারি ঝরে রাঙা আঁখির কোণে

ক্ষণিক রতন যতন করে রাখে সঙ্গোপনে।

জানলো না কেউ, দেখলো না কেউ

মধুর ব্যথার যখম

বদ্ধ হয়ে স্মৃতির পাতায়

থাকবে চির জনম।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।