ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সাতক্ষীরায় আবৃত্তি ও আলোচনায় কবিতা উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
সাতক্ষীরায় আবৃত্তি ও আলোচনায় কবিতা উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: আবৃত্তি ও আলোচনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় ত্রয়োদশ কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘কবিতা পরিষদ সাতক্ষীরা’ এ উৎসবের আয়োজন করে। উৎসবের উদ্বোধন করেন কবি দুখু বাঙাল।

কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি মন্ময় মনিরের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পিনু।

এতে ‘অন্তরঙ্গ অনুভবে সাতক্ষীরার সাহিত্য: একটি সমীক্ষা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন সুহৃদ সরকার।

অনুষ্ঠানে আলোচনা করেন প্রফেসর আব্দুল মান্নান, সুসাহিত্যিক গাজী আজিজুর রহমান, মধুসূদর একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ, কথা সাহিত্যিক আশতোষ সরকার, তৃপ্তি মোহন মল্লিক, শুভ্র আহমেদ, সালেহা আক্তার, কবিতা পরিষদ, সাতক্ষীরার মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সরদার গিয়াসউদ্দিন আহমেদ প্রমুখ।

উৎসবে সাহিত্যে শাহিদা খাতুন ও জহরুল আলম সিদ্দিকী, কবিতায় সিরাজুল ইসলাম, প্রবন্ধে কবির রায়হান, আবৃত্তিতে মনিরুজ্জামান ছট্টু ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় লুৎফর রহমানকে কবিতা পরিষদ সম্মাননা দেয়া হয়। পরে সাতক্ষীরা, যশোর ও খুলনার কবিরা সরচিত কবিতা আবৃত্তি করেন।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।