শনিবার (২৩ ডিসেম্বর) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে ‘কালের ধ্বনি’র ‘কম চেনা বড় মানুষ’ সংখ্যার মোড়ক উন্মোচনকালে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক হাবিবা আর রহমান, অধ্যাপক সলিমুল্লাহ খান, প্রাবন্ধিক মামুন সিদ্দিকী।
‘কালের ধ্বনি’র ‘কম চেনা বড় মানুষ’ সংখ্যার মোড়ক উন্মোচন করছেন অতিথি ও আলোচকরা। ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজ
কালের ধ্বনির এ সংখ্যায় অধ্যাপক আব্দুল কাদিরের ছন্দ-কবিতা, গবেষণা, সম্পাদনা, নজরুল গবেষণা, সাহিত্য, জীবন দর্শন ও সাময়িকী সম্পাদনা বিষয়ে মোট ৭১টি প্রবন্ধ স্থান পেয়েছে। এছাড়া রয়েছে আবদুল কাদিরকে লেখা বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখকদের দুর্লভ ১১১টি চিঠি, সাক্ষাৎকার ও স্মৃতিচারণ।বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এইচএমএস/এএসআর