ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক নিয়ে আসছেন রবিন চৌধুরী

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক নিয়ে আসছেন রবিন চৌধুরী রবিন চৌধুরী

ঢাকা: ‘হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল মিউজিকের উপর একটি সংগীতসন্ধ্যার আয়োজন করেছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী রবিন চৌধুরী। 

অনুষ্ঠানটি হবে শাহবাগ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে। শুরু হবে ৩০ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টায়।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

রবিন চৌধুরী সুর সপ্তক সঙ্গীত বিদ্যাপীঠ থেকে শাস্ত্রীয় সঙ্গীতের উপর ছয় বছরের প্রশিক্ষণ সম্পন্ন করেন। এরপর তিনি স্বর্ণময় চক্রবর্তীর কাছে দশ বছরের প্রশিক্ষণ নেন। বর্তমানে তিনি বিষ্ণপুর ঘরানার বিখ্যাত কণ্ঠশিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছেন।  

রবিন চৌধুরী ভারত ও বাংলাদেশের সংগীত ভুবনের বহু গুণী শিল্পীর সঙ্গে গান গেয়েছেন। বিভিন্ন শাস্ত্রীয় সংগীত বিষয়ক সম্মেলনে সংগীত পরিবেশন করে প্রশংসা অর্জন করেছেন তিনি। বাংলাদেশের রেডিও ও টেলিভিশনেও নিয়মিত গান গেয়ে আসছেন রবিন।  

এছাড়াও রবিন চৌধুরী বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতের পৃষ্ঠপোষক সংস্থা মধুবন্তী সংগীত কলা কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।