ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

জেলা পর্যায়ে তৈরি হচ্ছে শিল্পকলা একাডেমি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
জেলা পর্যায়ে তৈরি হচ্ছে শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি

মেহেরপুর: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, জেলা পর্যায়ে শিল্পকলা একাডেমি ও অডিটোরিয়াম তৈরির কাজ শুরু হয়েছে। আগামীতে উপজেলা পর্যায়েও এ কাজ শুরু হবে। 

সুস্থ সংস্কৃতি সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে। আগের চেয়ে এখন অনেক বেশি সংস্কৃতি চর্চা হচ্ছে।

বর্তমানে শুধু শহরেই নয় গ্রামাঞ্চলেও সংস্কৃতি চর্চা হচ্ছে, যোগ করেন মন্ত্রী।  

বুধবার (২৭ ডিসেম্বর) গাংনী উপজেলার চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণ জয়ন্তী উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় অনেকের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন দোদুল, মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি মকবুল হোসেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা আক্তার বানু, মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর,  মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক এবং গাংনী পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।