ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

মৌলভীবাজারে দুই দিনব্যাপী কবিতা উৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
মৌলভীবাজারে দুই দিনব্যাপী কবিতা উৎসব শুরু কবিতা উৎসবের উদ্বোধন

মৌলভীবাজার: 'কবিতার আলোয় কবিতার কাছে' এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে দু’দিনব্যাপী কোরাস কবিতা উৎসব শুরু হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ উৎসব শেষ হবে শনিবার (১৩ জানুয়ারি)। উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবিরা আনন্দ-উল্লাসে এক মহনায় মিলিত হয়েছেন।

সকাল সাড়ে ১০টায় উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। এর আগে উৎসব উপলক্ষে শহরের একটি শোভাযাত্রা বের করা হয়।

কবিতা উৎসব শুরুপরে অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা সভায় সাহিত্যের ছোট কাগজ কোরাস এর সম্পাদক মুজাহিদ আহমদের সভাপতিত্বে ও  বিশ্বজিত বিজিতের সঞ্চালনায় বক্তব্য রাখেন-কবি আসাদ মান্নান, লোক গবেষক মাহফুজুর রহমান, কবি কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, পৌর মেয়র ফজলুর রহমান, গবেষক আহমদ সিরাজ, প্রগতি লেখক সংঘের সভাপতি সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, আলোক ধারার সভাপতি এম এ আহাদ, সৈয়দ মুজিবুর রহমান, গবেষক দীপংকর মোহান্ত, ডা. বিনেন্দু ভৌমিক।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।