ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বইমেলায় আসছে কিঙ্কর আহসানের ‘রাজতন্ত্র’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
বইমেলায় আসছে কিঙ্কর আহসানের ‘রাজতন্ত্র’ ‘রাজতন্ত্র’র প্রচ্ছদ ও কিঙ্কর আহসান

ঢাকা: আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বইমেলায় প্রকাশ হচ্ছে কিঙ্কর আহসানের উপন্যাস ‘রাজতন্ত্র’। মেহেদি হাসানের প্রচ্ছদে বইটি প্রকাশ করছে ‘বর্ষাদুপুর’ প্রকাশনী। 

গত বইমেলায় এই লেখকের ‘মধ্যবিত্ত’ উপন্যাসটি পাঠকের মাঝে প্রবল সাড়া জাগায়। হয় রকমারি বেস্টসেলারও।

নতুন উপন্যাস প্রসঙ্গে কিঙ্কর আহসান বলেন, ‘সমাজের উঁচুতলার মানুষদের নিয়ে গল্প ফাঁদা হয়েছে বইটায়। সুখ, দুঃখ, ভালোলাগা, ভালোবাসার মিশেল এই বইয়ের লেখা মানুষকে ছুঁয়ে যাবে এমনটাই আশা। ’

বইমেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে উপন্যাসটি। অনলাইন পরিবেশক ‘বইপোকাডটকম, বিবিধ, আরণ্যক এবং রকমারি’ থেকেও সংগ্রহ করা যাবে ‘রাজতন্ত্র’।

লেখকের প্রকাশিত অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে- উপন্যাস: আঙ্গারধানি, রঙিলা কিতাব, মকবরা; গল্পগ্রন্থ: কাঠের শরীর, স্বর্ণভূমি, আলাদিন জিন্দাবাদ ও কিস্সাপূরণ।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।