ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

দু’টি কবিতা | রোমিও অনুব্রত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
দু’টি কবিতা | রোমিও অনুব্রত দু’টি কবিতা | রোমিও অনুব্রত

আমার জীবন

অংক খাতার ডান পাশে যে

ফাঁকা অংশ পড়ে থাকে… মাঝে মধ্যে

সেখানে আমি ঘুমিয়ে পড়ি…

সব অংকই তো আসলে উত্তর থেকে

শুরু হয়… অথচ আমরা প্রশ্নবিদ্ধ

হয়ে ছুটে বেড়াতে ভালোবাসি!

কেউ যখন লাল কালিতে আমার ঠিক

পাশে একটা নম্বর লিখে চলে যায়

আমার চোখে তখন আরও বেশী ঘুম

নেমে আসে…!

লাল সংখ্যাগুলো আমার কাছে

লাল গোলাপের মতো… জীবন আমার কাছে

শুধুই ফুলসজ্জা!

অর্থ

পকেটে এমন অর্থ নেই যে শব্দের কাছে পৌঁছে যাবো,

এমন শব্দ যা দিয়ে টাকার উপর কবিতা লিখে হারিয়ে ফেলা যায়।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।