ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

আইজিসিসি'র সংগীত সন্ধ্যায় রবীন্দ্র মুগ্ধতা

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
আইজিসিসি'র সংগীত সন্ধ্যায় রবীন্দ্র মুগ্ধতা রবীন্দ্র সংগীত সন্ধ্যা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) আয়োজনে অনুষ্ঠিত হলো রবীন্দ্র সংগীত সন্ধ্যা। দ্বৈত কণ্ঠে ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ গানের মাধ্যমে শুরু হয় সংগীত সন্ধ্যার।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) এ আয়োজনে সংগীত পরিবেশন করেন মাহনাজ করিম হোসাইন এবং ভারতীয় শিল্পী সঙ্গীতা মজুমদার।

এ সময় গানের সঙ্গে কবিতার বাক্যালাপ করেন ভারতীয় শিল্পী প্রীতম সেনগুপ্ত।

আয়োজনে মাহনাজ করিম পরিবেশন করেন- ‘ও অকুলের কূল’, ‘তুমি ডাক দিয়েছো কোনো সকালে’ এবং ‘আমি কান পেতে রই’।

সঙ্গীতা মজুমদার পরিবেশন করেন- ‘যদি জানতাম আমার কিসের ব্যথা’, ভালোবেসে সখি নিভৃতে যতনে’ এবং ‘জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ’।  

আয়োজনে শিল্পীদের নিবেদনে দর্শক শ্রোতারা মুগ্ধ হন। এ সময় তাদের সঙ্গে যন্ত্র বাদন করেন রবিন চৌধুরী (কি-বোর্ড), অজিত বিশ্বাস (এশরাজ) ও ইফতেখার আলম প্রধান (তবলা)।

অনুষ্ঠান সম্পর্কে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের মহাপরিচালক বলেন, রবীন্দ্রনাথের গান সব সময়ই আমাদের ভালোবাসার একটি বড় জায়গা দখল করে আছে। আমরা প্রায় নিয়মিতভাবেই এ ধরণের আয়োজন করে আসছি এবং তা আগামীতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এইচএমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।