ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

ভারত-বাংলাদেশের সম্পর্ক গভীর হয়েছে: শ্রিংলা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
ভারত-বাংলাদেশের সম্পর্ক গভীর হয়েছে: শ্রিংলা ভারত-বাংলাদেশ আর্ট ক্যাম্পের পুরস্কার বিতরণী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐকান্তিক চেষ্টায় বর্তমানে ভারত-বাংলাদেশের সম্পর্ক অনেক গভীর হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে ভারত-বাংলাদেশ আর্ট ক্যাম্পের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রিংলা বলেন, দুই দেশের তরুণদের বন্ধন দৃঢ় করতে চাই আমরা।

ভবিষ্যতেও আমরা আরো বড় ধরনের আর্ট প্রতিযোগিতার আয়োজন করবো।

এ সময় উপস্থিত ছিলেন, শিল্পী রফিকুন নবী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক প্রমুখ।

১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিনব্যাপী এ প্রতিযোগিতা আয়োজিত হয়। প্রতিযোগিতায় ১ম স্থান স্থান অধিকার করেন দীদার হোসেন (কবি নজরুল বিশ্ববিদ্যালয়), ২য় স্থান অধিকার করেন রাফাত আহমেদ বাঁধন (জাবি) ও
৩য় স্থান অধিকার করেন তামান্না ইসলাম (ঢাবি)।

এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।