ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবিতা

সল্টলেক সিটি ।। মাহফুজ পারভেজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
সল্টলেক সিটি ।। মাহফুজ পারভেজ

শান্তি তার দুই চোখ ভরা
সমুদ্র সমান ভোর আনে
আমার সিন্দাবাদী জাহাজে
একাকী আলোর লাজুক চুম্বনে।

আমি আলো আলো বলে আটলান্টার পাহাড় থেকে
গ্রেট লেকসের বুকে ডুব দেই।
তারপর?
বার বার জেগে উঠি
তার বুকে।


আমি তো আর আমি নেই
আমি হই তার বুকে বেদনার
সল্টলেক সিটি
নিটোল লবণহ্রদ একখানা।
হে আমার পরিযায়ী পাখি
তুমি নেই
তোমার ফেলে যাওয়া পালক
বুকের সিন্দুকে রাখি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।