ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

নজরুল আর পঞ্চকবির গানে আইজিসিসি বৈশাখ সন্ধ্যা

হোসাইন মোহাম্মদ সাগর, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
নজরুল আর পঞ্চকবির গানে আইজিসিসি বৈশাখ সন্ধ্যা সঙ্গীতসন্ধ্যা

ঢাকা: ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) আয়াজনে পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত হলো বাংলা সঙ্গীত ভুবনের দু’টি ধারার গানের সঙ্গীতসন্ধ্যা। এ আয়োজনে সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা এবং কমলেশ কুমার দাস।

শনিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটরিয়ামে এ আয়োজন করা হয়। এতে নজরুলগীতি পরিবেশন করবেন ফাতেমা তুজ জোহরা এবং পঞ্চ কবির গান পরিবেশন করেন কমলেশ কুমার দাস।

নজরুল সঙ্গীত এবং পঞ্চ কবির গানগুলো বাঙালি সংস্কৃতির অন্যতম ধারক-বাহক। সে হিসেবেই পহেলা বৈশাখে এ ধরনের আয়োজন বলে জানান আইজিসিসির পরিচালক জয়শ্রী কুন্ডু।

সন্ধ্যার আয়োজনে শিল্পী ফাতেমা তুজ জোহরা পরিবেশন করেন ভিন্ন ভিন্ন ধাচের নজরুল সঙ্গীত। কমলেশ কুমার দাস পরিবেশন করেন অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, দিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান।

সন্ধ্যার এ আয়োজন দর্শকদের মনে সৃষ্টি করে আলোড়ন। মুগ্ধতার বৃষ্টিতে ভাসিয়ে দেয় পহেলা বৈশাখের সন্ধ্যা।


বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা; এপ্রিল ১৫, ২০১৮
এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।