ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফিরোজা বেগমের জন্মদিনে গুগলের ডুডল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
ফিরোজা বেগমের জন্মদিনে গুগলের ডুডল ফিরোজা বেগমের জন্মদিনে গুগলের ডুডল।

ঢাকা: সমগ্র ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত নজরুলসঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের ৮৮তম জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডুডল করেছে সার্চইঞ্জিন গুগল। 

ডুডলে দেখা যাচ্ছে, মাইক্রোফোনের সামনে পরম মমতায় গান গাইছেন তিনি। পরনে শাড়ি, গলায় বড় মালা, কপালে বড় টিপ আর খোপায় ফুটে উঠেছে তার চিরাচরিত প্রতিচ্ছবি।

 

১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমায় (বর্তমান গোপালগঞ্জ জেলা) তার জন্ম। ১০ বছর বয়সে কাজী নজরুলের সান্নিধ্যে আসেন এবং তার কাছ থেকে তালিম নেন ফিরোজা বেগম। নজরুলের গান নিয়ে প্রকাশিত তার প্রথম রেকর্ড বের হয় ১৯৪৯ সালে। নজরুলসঙ্গীতের পাশাপাশি তিনি আধুনিক গান, গজল, কাওয়ালি, ভজন, হামদ ও নাতসহ বিভিন্ন ধরনের সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন। জীবদ্দশায় তার ১২টি এলপি, ৪টি ইপি, ৬টি সিডি ও ২০টিরও বেশি অডিও ক্যাসেট প্রকাশিত হয়েছে। কিডনি জটিলতায় ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।