ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিলাইদহে নিরবে পালিত হলো রবি ঠাকুরের প্রয়াণ দিবস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
শিলাইদহে নিরবে পালিত হলো রবি ঠাকুরের প্রয়াণ দিবস রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম প্রয়াণ দিবসে কুঠিবাড়ির লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ছবি বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়িতে নিরবে ও অনাড়ম্বর আয়োজনে পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম প্রয়াণ দিবস।

এ উপলক্ষে সোমবার (০৬ আগস্ট) সকাল ১১টায় কুঠিবাড়ির লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন এর কাস্টোডিয়ান মোখলেছুর রহমান।

এর আগে কবিগুরুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।  

এসময় সেখানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গৌতম কুমার রায়, অধ্যাপক আফজাল হোসেন, সাংবাদিক হাসান আলী, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শফিকুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।