ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

আইজিসিসির আয়োজনে সোমবার গাইবেন দেবলীনা সুর

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
আইজিসিসির আয়োজনে সোমবার গাইবেন দেবলীনা সুর দেবলীনা সুর। ফাইল ফটো

ঢাকা: রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে নজরুলসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গান নিয়ে একটি সঙ্গীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে। এতে গান গাইবেন শিল্পী দেবলীনা সুর।

আগামী ১০ সেপ্টেম্বর, সোমবারের এ সঙ্গীতসন্ধ্যার আয়োজক ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসি)। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

নির্মল এক সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা দেবলীনা সুরের। ছোটবেলাতেই ‘নতুন কুড়ি’সহ বেশ কিছু জাতীয় পর্যায়ের পুরস্কার অর্জন করেছেন। শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসঙ্গীতের ওপর অর্জন করেছেন স্নাতক ডিগ্রি।  

দেশের বহু টেলিভিশন চ্যানেলে নিয়মিত সঙ্গীত পরিবেশন করেছেন দেবলীনা। করেছেন বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনাও। তার প্রথম মৌলিক অ্যালবাম ‘জল ফড়িং’।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।