ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

আইজিসিসির সংগীতসন্ধ্যায় গাইবেন মেহরিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
আইজিসিসির সংগীতসন্ধ্যায় গাইবেন মেহরিন মেহরিন

ঢাকা: ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) আয়োজনে গাইবেন বাংলাদেশি সংগীতশিল্পী মেহরিন। 

আগামী শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যায় গুলশান ক্লাবে এ সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হবে।  

ঢাকায় জন্মগ্রহণ করা মেহরিন ২০ বছর ধরে সংগীতের সঙ্গে যুক্ত রয়েছেন।

তার প্রকাশিত অ্যালবামের সংখ্যা সাত। তিনি ফোক, পপ, ক্লাসিক্যাল সংগীতের জন্য পরিচিত।  

বাংলাদেশি শিল্পী মেহরিন বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর শুভেচ্ছাদূত ও উইমেন ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস (ডব্লিউএফডব্লিউপি) এর শান্তিদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।  

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।