ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনে ‘সেলিব্রেটিং উইমেন ভয়েস’

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনে ‘সেলিব্রেটিং উইমেন ভয়েস’ তিন আলোচক

ঢাকা: ভারতীয় হাইকমিশন আয়োজন করেছে সাহিত্যে নারীদের অবস্থান বিষয়ক আলোচনা, আড্ডা ও বইপাঠ।

রোববার (১১ নভেম্বর) সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠিত হবে এ আড্ডা।

‘আনবাউন্ড: সেলিব্রেটিং উইমেন ভয়েস’ শীর্ষক এ আয়োজনে অংশ নেবেন ভারতীয় কবি, কথাসাহিত্যিক ও চিত্র পরিচালক অ্যানি জায়েদি, লেখক রাজিয়া এস খান এবং অনুবাদক ফখরুল আলম।

এসময় তারা কথা বলবেন সাহিত্যে নারীদের অবস্থান নিয়ে।

থাকবে বইপাঠ, সেখান থেকে আলোচনা, প্রশ্নোত্তর পর্ব।

ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবের (ঢাকা লিট ফেস্ট) সমন্বয়ে অনুষ্ঠিত এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এবং হিমাল শ্রিংলা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।