ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

আবুল হাসান সাহিত্য পুরস্কার পাচ্ছেন মোজাফ্ফর হোসেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
আবুল হাসান সাহিত্য পুরস্কার পাচ্ছেন মোজাফ্ফর হোসেন ‘পরস্পর’র ৪ বছরপূর্তিতে বক্তব্য রাখছেন একজন অতিথি।

ঢাকা: অনলাইন সাহিত্য পত্রিকা ‘পরস্পর’র চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘আবুল হাসান সাহিত্য পুরস্কার ২০১৮’ প্রাপ্ত পাণ্ডুলিপি ও লেখকের নাম ঘোষণা করা হয়েছে।

মোজাফ্ফর হোসেনের ‘পরাধীন দেশের স্বাধীন মানুষেরা’ শিরোনামের গল্প-পাণ্ডুলিপি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।  পুরস্কারের অর্থমূল্য ১ লাখ ১ হাজার ১শ’ ১ টাকা।

এবারে বিচারক হিসেবে ছিলেন চারজন সাহিত্যিক—গৌতম চৌধুরী (ভারত), কুমার চক্রবর্তী, মজিদ মাহমুদ ও রাশেদুজ্জামান।

এই পুরস্কারের উদ্যোক্তা ‘পরস্পর’ অনলাইন পত্রিকা এবং অগ্রদূত প্রকাশনা সংস্থা। আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

পুরস্কারপ্রাপ্ত পাণ্ডুলিপি ও লেখকের নাম ঘোষণা করেন পুরস্কার কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘পরস্পর’র অন্যতম সম্পাদক সোহেল হাসান গালিব।

অনুষ্ঠানে উপস্থিত কবি-সাহিত্যিকদের মধ্যে ছিলেন পারভেজ হোসেন, কাজল শাহনেওয়াজ, চঞ্চল আশরাফ, মুম রহমান, ফারুক ওয়াসিফ, সঞ্জীব পুরোহিত, আশরাফ জুয়েল, তুষার কবিরসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।