ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সোহেল আমিরের তিন কবিতা 

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
সোহেল আমিরের তিন কবিতা  সোহেল আমিরের তিন কবিতা

বাবা, বন্ধু ও পথপ্রদর্শক

নিজেকে ফানাহ করে দেন, 
মানুষের কল্যাণে,
সন্তানদের পরম বন্ধু ও বাবা,
অফিস কলকারখানা সব সামলিয়ে,
প্রাণ যোগান অসংখ্য মাহফিল ও সভার।

গীতা, ত্রিপিটক, বাইবেলের উপর,
করেন নিরলস পড়াশোনা,
কোরান হাদীস উভয় থেকেই,
নেন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা।

রুমি, হাফিজ, জামীর উপস্থিতি,
সর্বদা থাকে তার আলোচনায়,
রবীন্দ্রনাথ, নজরুল, মধূসুদনও,
বিরাজমান তার চর্চায়।

বর্তমানে ধ্যান ও জ্ঞানে,
আছে শুধুই তরুণ প্রজন্ম,
তাদের ভেতর আলো জ্বালিয়ে,
করতে চান দেশকে আরো সমৃদ্ধ।

কিতাব, বই-পুস্তক একান্ত সঙ্গী,
কঠোর পরিশ্রম যার মূলমন্ত্র,
সমাজে পরিচিত দানবীর সুফী নামে,
বিনয়, সংযম, নম্রতায় তিনি পরিপূর্ণ।

বোকা খায় ধোকা

অযথা অকারণে,
সহজ সরল সুফি পেয়ে,
দিওনা অহেতুক টোকা।

ফলশ্রুতিতে অবিরাম, 
ঠোকর ও দংশনে, 
হয়ে যাবে সম্পূর্ণ বোকা

হয়তো শিশুকালে,
আদর্শ লিপির বই, 
মন লাগিয়ে পড়নি খোকা।

তাই তুমি জীবন যুদ্ধে,
খেয়ে যাচ্ছ বারবার,
বোকার মতই ধোঁকা।

ভালোবাসার ঠিকানা

ভালোবাসা আছে গল্পে,
ভালোবাসা আছে গানে,
ভালোবাসা আছে প্রাণে,
ভালোবাসা তোমার ঘ্রাণে।

ভালোবাসা খুঁজি নোনা জলে,
খুঁজি আরো ধূসর অতীতে
ভালোবাসা খুঁজি বেদনায়,
আরো খুঁজি বিচ্ছেদে।

ভালোবাসা নেই যুদ্ধে,
ভালোবাসা নেই হত্যায়,
ভালোবাসা নেই অভিশাপে,
নেই কিন্তু একদম আত্মহত্যায়।

ভালোবাসা পাই অভিমানে,
ভালোবাসা পাই নির্জনতায়
ভালোবাসা পাই ক্ষমায়,
পুরোপুরি পাই তোমায়।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।