ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

এমপি জগলুলের ‘বঙ্গবন্ধু থেকে দেশরত্ন’র মোড়ক উন্মোচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
এমপি জগলুলের ‘বঙ্গবন্ধু থেকে দেশরত্ন’র মোড়ক উন্মোচন এমপি জগলুলের কাব্যগ্রন্থ ‘বঙ্গবন্ধু থেকে দেশরত্ন’র মোড়ক উন্মোচন করা হয়েছে। ছবি-বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গীতিকবি এসএম জগলুল হায়দারের কাব্যগ্রন্থ ‘বঙ্গবন্ধু থেকে দেশরত্ন’র মোড়ক উন্মোচন করা হ‌য়ে‌ছে। 

বৃহস্প‌তিবার (২১ ফেব্রুয়ারি) সকা‌লে শ্যামনগর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শ্যামনগর সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ তন্ময় সাহা অতি‌থি হি‌সে‌বে গ্র‌ন্থের মোড়ক উন্মোচন ক‌রেন।  

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূ‌মি) সুজন সরকার, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসাইন,  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মণ্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম কবিরসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

এসময় স্কুল-কলেজের শিক্ষার্থীরা উন্মো‌চিত কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করে শোনায়।
আর কবিতা লেখার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন গীতিকবি সংসদ সদস্য জগলুল হায়দার।  

অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জা‌নি‌য়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।  

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।