ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিল্পকলায় শেষ হলো ছৌ নৃত্যের কর্মশালা

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
শিল্পকলায় শেষ হলো ছৌ নৃত্যের কর্মশালা ছৌ নৃত্যের কর্মশালা

ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত চার দিনব্যাপী ছৌ নৃত্যের কর্মশালা শেষ হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে ১৫ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে শেষ হয় এ কর্মশালা। এসময় প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

এর আগে ২৬ সেপ্টেম্বর এবং ১ থেকে ৩ অক্টোবর পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

চার দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ছৌ নৃত্যশিল্পী মধুমিতা পাল। তিনি ভারত সরকারের ফেলোশিপপ্রাপ্ত ও ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের তালিকাভুক্ত নৃত্যশিল্পী।

যুদ্ধের সময় ছাদের নিচে অস্ত্র চালনার চর্চা থেকেই এই ছৌ নৃত্যের উদ্ভব বলে জানান মধুমিতা পাল। তিনি জানান, এই নৃত্যের মাধ্যমে সাধারণত পৌরাণিক কাহিনি, ধর্মীয় ও সামাজিক পালা করা হয়। এর সঙ্গে বাদ্যযন্ত্র হিসেবে ঢোল, নাকাড়া, সানাই, বাঁশি ও ঝাঁঝর ব্যবহার করা হয়।

তিনি আরও বলেন, ভারতবর্ষে পুরুলিয়া, উড়িষ্যার ময়ূর ভঞ্জ ও ঝাড়খণ্ড সেরাইকেলা নামে তিন ধরনের ছৌ নৃত্য বিদ্যমান। পুরুলিয়ার ছৌতে বড় মুখোশ, সেরাইকেলাতে পুতুলের মতো ছোট মুখোশ এবং ময়ূরভঞ্জে মুখে প্রসাধনী বা রূপসজ্জা ব্যবহার করা হয়।

চার দিনব্যাপী এ প্রশিক্ষণে ছৌ নৃত্যের প্রথমিক ধাপ পশুপাখির চালচলন ও অঙ্গভঙ্গি শেখানো হয়েছে। এছাড়াও ‘যতদিন রবে পদ্মা মেঘনা’ ও ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ’ গান দু’টির সঙ্গে কোরিওগ্রাফি করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।