ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

ছুটির দিন সকালে শিশুদের পদচারণায় মুখর লিট ফেস্ট

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
ছুটির দিন সকালে শিশুদের পদচারণায় মুখর লিট ফেস্ট

ঢাকা: রাজধানীর বাংলা একাডেমিতে দ্বিতীয় দিনের মতো চলছে আন্তর্জাতিক সাহিত্য উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’। ছুটির দিন হওয়ায় দিনের প্রথমভাগে শিশুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। বাতাসে ভেসে বেড়াচ্ছে গানের সুর।  

শুক্রবার (৮ নভেম্বর) সকালের শুরুতেই একাডেমির নজরুল মঞ্চে গিয়ে দেখা যায় শিশুদের ভিড়। ‘ওয়ার্ল্ড অব ফ্যান্টাসি’ শিরোনামের এ আয়োজনে বিশ্বের নানান শহরে শিশুদের বিনোদনের ভিন্ন ভিন্ন মাধ্যমগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।

এর পাশাপাশি এখানে শিশুরা বিভিন্ন ধরনের পেপার কাটিং ও ছবি আঁকা শেখে।  

অন্যদিকে আরও অনেক শিশুকে বিভিন্ন বইয়ের স্টলে ঘুরে বেড়াতে দেখা যায়। সেখানে তারা খুঁজে নিচ্ছে নিজেদের পছন্দের বই। পরিচিত হচ্ছে বিশ্ব সাহিত্যের সঙ্গে। তাদের উৎসাহ জুগিয়ে চলেছ বিদেশি লেখক-শিল্পীরা।  

ছুটির দিন সকালে শিশুদের পদচারণায় মুখর লিট ফেস্ট

অন্যদিকে সকালে বর্ধমান হাউজের সামনের লনে খ্রিস্টীয় ভাবধারার সঙ্গীত পরিবেশন করে ব্যান্ড ‘সঙ্গীত দল’।  

শুক্রবার দিনব্যাপী লিট ফেস্টে শিশুদের বিভিন্ন আয়োজনসহ রয়েছে বিশ্বনন্দিত লেখক, শিল্পীদের সেশন। সেগুলোতে আলোচিত হবে সাহিত্যসহ বর্তমান বিশ্ব ও বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে।

এবারের সাহিত্য উৎসবে পাঁচটি মহাদেশের ১৮টি দেশ থেকে শতাধিক বিদেশি ও দুই শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, গবেষক, সাংবাদিক, রাজনীতিক অংশ নিচ্ছেন।  

ছুটির দিন সকালে শিশুদের পদচারণায় মুখর লিট ফেস্ট

বিদেশিদের দলে থাকছেন- বাংলাদেশি বংশোদ্ভূত বুকার মনোনয়নপ্রাপ্ত ব্রিটিশ লেখিকা মনিকা আলী, ভারতীয় লেখক, রাজনীতিক শশী থারুর, কথাসাহিত্যিক উইলিয়াম ডালরিম্পল, পশ্চিমবঙ্গের লেখক শংকরসহ আরও অনেকে।

থাকছেন বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক শাহীন আখতার, সৈয়দ মনজুরুল ইসলাম, আসাদ চৌধুরী, রুবী রহমান, সেলিনা হোসেন প্রমুখ।

আজ উৎসবের দ্বিতীয় দিনের বিশেষ আকর্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা: আ ডটার্স টেল’।  

৯ নভেম্বর পর্যন্ত এ উৎসব প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন: ‘প্রতিটি নারীই সুপারগার্ল’ 

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এইচএমএস/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।