ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘বিউটি অব বাংলাদেশ’ চিত্র প্রদর্শনীর উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
‘বিউটি অব বাংলাদেশ’ চিত্র প্রদর্শনীর উদ্বোধন

ঢাকা: শিল্পী জি এম খলিলুর রহমানের পঞ্চাশের অধিক চিত্রকর্ম নিয়ে ‘বিউটি অব বাংলাদেশ’ শীর্ষক একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর ধানমণ্ডিতে গ্যালারি চিত্রক-এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রদর্শনী উদ্বোধন করেন- চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী।

এ সময় বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক লুভা নাহিদ চৌধুরী ও অন্যান্য শিল্পীরা উপস্থিত ছিলেন।

সমরজিৎ রায় চৌধুরী বলেন, ভালো কাজের জন্য ভালো পরিবেশ প্রয়োজন। পরিবেশ একজন শিল্পীর কাজকে চিনিয়ে দেয়। শিল্পী খলিল যেভাবে কাজ করেছেন সেগুলো অত্যন্ত ভালো হয়েছে। শিল্পী হোক কিংবা মানুষই হোক, কাজের দ্বারাই তার পরিচয় তৈরি হয়। খলিলের চিত্রকর্মে বাংলাদেশকে দেখা যায়। এ জন্যই তার চিত্রকর্মের নাম ‘বিউটি অব বাংলাদেশ’। দেশ সুন্দর মানে, দেশের মানুষও সুন্দর।

‘বিউটি অব বাংলাদেশ’ চিত্র প্রদর্শনীর উদ্বোধন।  ছবি- বাংলানিউজ

শিল্পী জিএম খলিলুর রহমান বলেন, আমি বাংলাদেশ টেলিভিশনের শিল্পনির্দেশক পদে দীর্ঘ ৩৪ বছর কাজ করেছি। ২০১৬ সালে আমি অবসরে যাই। এরপর থেকে পুরোদস্তুর ছবি আঁকার চেষ্টা করছি। এর আগেও বিভিন্ন যৌথ প্রদর্শনীতে আমার ছবি ছিল। তবে এটাই প্রথম একক চিত্র প্রদর্শনী। আমি প্রকৃতি ও বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের প্রকৃতি এতো সুন্দর, পৃথিবীর কোথাও আমি এ সৌন্দর্য দেখিনি। আমি আমার সেই বাংলাদেশের প্রকৃতিকেই দর্শকদের সামনে উপস্থাপনের চেষ্টা করেছি।

আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনীটি চলবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
আরকেআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।