ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনব্যাপী অদ্বৈতমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনব্যাপী অদ্বৈতমেলা শুরু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় তিনব্যাপী অদ্বৈতমেলা শুরু হয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের স্মরণে এ মেলার আয়োজন করা হয়।

তিতাস জনপদের এই ক্ষণজন্মা পুরুষের জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে বুধবার (০১ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।  

তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক বাছির দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি মনজুরুল আলম ও নারী সংগঠক নন্দিতা গুহ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।