ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘আনাতোলিয়ার ঘাসফড়িং’ ও ‘ওই ফুল ছুঁয়োনাকো’ প্রকাশনা উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
‘আনাতোলিয়ার ঘাসফড়িং’ ও ‘ওই ফুল ছুঁয়োনাকো’ প্রকাশনা উৎসব ‘আনাতোলিয়ার ঘাসফড়িং’ ও ‘ওই ফুল ছুঁয়োনাকো’ প্রকাশনা উৎসব। ছবি: বাংলানিউজ

রাজশাহী: কবিতাগ্রন্থ ‘আনাতোলিয়ার ঘাসফড়িং’ ও গল্পের বই ‘ওই ফুল ছুঁয়োনাকো’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে রাজশাহী বরেন্দ্র কলেজ মিলনায়তনে গ্রন্থ দু’টির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। একই সঙ্গে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

এর মধ্যে ‘আনাতোলিয়ার ঘাসফড়িং’ নামের কবিতাগ্রন্থটি কবি লোকমান হোসেনের। আর ‘ওই ফুল ছুঁয়োনাকো’নামের গল্পগ্রন্থটিও তারই।

রাজশাহীর কবি ও লেখকদের সংগঠন ‘কবিকুঞ্জ’ আয়োজিত প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কবি রুহুল আমিন প্রামাণিক। আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষাবিদ গোলাম কবির, ইতিহাস ও সংস্কৃতি গবেষক ড. তসিকুল ইসলাম রাজা ও কবি আলমগীর মালেক।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বাচিকশিল্পী শামীমা ডেইজি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার।

অনুষ্ঠানে সদ্য প্রকাশিত গ্রন্থ দু’টি নিয়ে কবি লোকমান হোসেন তার অনুভূতি প্রকাশ করেন। প্রকাশনা উৎসব ও আলোচনা সভা শেষে বাচিকশিল্পীরা তার কবিতা আবৃত্তি করেন।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।