ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘জামদানি: বাংলাদেশের বিশ্বনন্দিত ঐতিহ্য’র মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
‘জামদানি: বাংলাদেশের বিশ্বনন্দিত ঐতিহ্য’র মোড়ক উন্মোচন মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

ঢাকা: ঐতিহ্যময় জামদানি শাড়ি, আর তার রং ও তাঁতশিল্পীদের বুননের বৈচিত্র্যের বৃত্তান্ত নিয়ে লেখক ও গবেষক মালেকা খানের লেখা ‘জামদানি: বাংলাদেশের বিশ্বনন্দিত ঐতিহ্য’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বইটিতে বংশ পরম্পরায় তাঁতীদের জীবন আর আর্তসামাজিক অবস্থান, জামদানির ইতিহাসও স্থান পেয়েছে। রয়েছে ১১১ পৃষ্ঠার ফটো অ্যালবাম আর গুরুত্বপূর্ণ অংশের ইংরেজি তর্জমা।

সোমবার (২ মার্চ) জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিক ও রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. রওনক জাহান।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রন্থের প্রকাশক, ইত্তেফাক ও অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।

অনুষ্ঠানে লেখক মালেকা খান প্রবীণ তাঁতী আবুল কাশেমকে উল্লেখ করে জানান কিভাবে যুগ যুগ ধরে এই ঐতিহ্য তারা নতুন প্রজন্মের হাতে তুলে দেন।

বিশেষ কাগজে মুদ্রিত ২৪০ পৃষ্ঠার এই বইয়ের দাম রাখা হয়েছে ১৫শ টাকা। গত বছর এই লেখকের দেশের নকশি কাঁথা নিয়েও একটি গবেষণামূলক বই প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।