ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সিনে ক্লাব বিস্তার আয়োজিত ‘বীক্ষণ ও বাহাস’র পঞ্চম পর্ব সন্ধ্যায়

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
সিনে ক্লাব বিস্তার আয়োজিত ‘বীক্ষণ ও বাহাস’র পঞ্চম পর্ব সন্ধ্যায় সিনে ক্লাব বিস্তার আয়োজিত ‘বীক্ষণ ও বাহাস’র পঞ্চম পর্ব সন্ধ্যায়

ঢাকা: বিস্তার, চট্টগ্রাম আর্টস কমপ্লেক্সের সহযোগী সংগঠন সিনে ক্লাব বিস্তারের আয়োজনে অন্তর্জালভিত্তিক চলচ্চিত্রবিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ‘বীক্ষণ ও বাহাস’ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এর পঞ্চম পর্ব অনুষ্ঠিত হবে।

এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রজন্মের চলচ্চিত্রকারদের একজন, বিখ্যাত ‘সূর্য দীঘল বাড়ী’ ছবির অন্যতম নির্মাতা মসিহ্উদ্দিন শাকের। তার সঙ্গে এই বাহাসপর্বের আলোচনায় অংশ নেবেন চলচ্চিত্রকর্মী ও সমালোচক আলম খোরশেদ। সবশেষে থাকবে, উপস্থিত দর্শকদের অংশগ্রহণে মুক্তালোচনা ও প্রশ্নোত্তরপর্ব। সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে সব চলচ্চিত্রানুরাগী বিশেষভাবে আমন্ত্রিত।

অনুষ্ঠানের জুম লিংক: https://us02web.zoom.us/j/83345153803?pwd=SDN5UEhlWDkxS3lxVmhDS1JERmZyUT09, Meeting ID: 833 4515 3803, Passcode: bistaar

এছাড়া সিনে ক্লাব বিস্তারের ফেসবুক গ্রুপ থেকে সরাসরি সম্প্রচারের লিংক: https://www.facebook.com/groups/CineClub/Bistaar/

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।