ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

জলকথা পাণ্ডুলিপি পুরস্কার পেলেন ৫ সাহিত্যিক

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
জলকথা পাণ্ডুলিপি পুরস্কার পেলেন ৫ সাহিত্যিক জলকথা পাণ্ডুলিপি পুরস্কার পেলেন ৫ সাহিত্যিক

ঢাকা: প্রকাশনী সংস্থা জলকথা প্রকাশ আয়োজিত ‘জলকথা পাণ্ডুলিপি পুরস্কার-২০২১’ পেয়েছেন পাঁচ জন গুণি সাহিত্যিক।  

মঙ্গলবার (০৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে জলকথা প্রকাশ।

এ বছরের ২০ আগস্ট পর্যন্ত জমা নেওয়া পাণ্ডুলিপি যাচাই-বাছাই করে এই ফলাফল ঘোষণা করা হয়।

পুরস্কার বিজয়ীরা হলেন- সৃজনশীল সাহিত্যে তমসুর হোসেন, মননশীল সাহিত্যে ড. আশরাফ পিন্টু, কিশোর সাহিত্যে মনিরা মিতা, শিশুসাহিত্যে (পদ্য) মামুন সারওয়াও এবং (গদ্য) শাম্মী তুলতুল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয়ী লিখিয়েদের পাণ্ডুলিপি  নিজস্ব অর্থায়নে প্রকাশ করবে জলকথা প্রকাশ। এছাড়া চারটি বিভাগে মোট ৩৩টি পাণ্ডুলিপি  বাছাই করা হয়েছে। সংশ্লিষ্ট লেখকের সঙ্গে আলোচনা সাপেক্ষে সেগুলোও প্রকাশ করবে সংস্থাটি।

এ বিষয়ে জলকথা প্রকাশের প্রকাশক সেলিম আহমেদ বলেন, সেরা কিছু বই প্রকাশের ইচ্ছা থেকেই আমরা এই আয়োজন করেছিলাম। অসংখ্য ভালো মানের পাণ্ডুলিপি আমরা পেয়েছি। এরমধ্যে থেকে চুড়ান্ত ফলাফল প্রস্তুত করেছেন বিচারকরা। আমরা সবাইকে অভিনন্দন জানাই।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এইচএমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।