ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সমাপ্তি পর্বের দিকে গ্রন্থীর বিশ্বকবিতার আসর

শাহীন মিতুলি, যুক্তরাজ্য থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
সমাপ্তি পর্বের দিকে গ্রন্থীর বিশ্বকবিতার আসর

যুক্তরাজ্যে দক্ষিণ এশীয় সাহিত্য, দর্শন এবং সমাজতত্ত্বের ছোটকাগজ গ্রন্থীর ‘হানড্রেড পোয়েটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ’ শীর্ষক ফেসবুক লাইভ সিরিজের ঊনিশতম পর্ব অনুষ্ঠিত হবে শনিবার (৭ নভেম্বর) যুক্তরাজ্য সময় বিকেল তিনটায়।

এই অধিবেশনে কবিতা পাঠ এবং আলোচনায় অংশ নেবেন প্রখ্যাত জর্জিয়ান কবি জুরাব রেতভিলায়াশভিলি, মার্কিন ইন্দোনেশীয় কবি কারিসা পাট্রিজিয়ান্ড্রা, ভারতের মনিপুর থেকে কবি শরৎচান্দ থিয়াম এবং বাংলাদেশ থেকে কবি বিজয় আহমেদ ও কবি জাহিদ সোহাগ।

২০ পর্বের এই ফেসবুক লাইভ ধারাবাহিকের গত ১৮টি পর্বে বিশ্বের নানা প্রান্ত থেকে ২৬টিরও বেশি ভাষার ৯০ জন কবি অংশ নিয়েছেন।

গ্রন্থীর এই অভিনব উদ্যোগের সঞ্চালক কবি টি এম আহমেদ কায়সার বলেন, নব্বই দশকের শুরু থেকে গ্রন্থী সাহিত্যে নতুন কণ্ঠস্বর, নতুন শৈলী এবং নতুন সাহিত্য আন্দোলনকে যেমন পরিচর্যা করেছে, অন্যদিকে আবার সাহিত্যে সত্যিকার আন্তর্জাতিকতাবাদের ভিশন নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এক ধারাবাহিক সংযোগ রচনার নানা রকম উদ্যোগ অব্যাহত রেখেছে। ‘হান্ড্রেড পোয়েটস আরাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ’ প্রকল্পে জগতের নানাপ্রান্তের কবি ও কবিতাপ্রেমীদের যে অব্যাহত প্রেরণা ও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া পাচ্ছি, তাতে যারপরনাই অভিভূত আমরা, বিপুলভাবে আলোড়িত। আশা করি কোভিডের এই ক্রান্তিকাল কেটে গেলে সমকালীন এইসব অসামান্য কবিদের নিয়ে লন্ডনে আন্তর্জাতিক কবিতার আসর করা যাবে শিগগিরই।

গ্রন্থী সম্পাদক কবি শামীম শাহান বলেন, স্থূল চাকচিক্য আর গতানুগতিক ধারণার বাইরে এক গভীর শিল্প-দর্শনকে ঘিরেই গ্রন্থীর এই ঐতিহাসিক অভিযাত্রা। গ্রন্থী আন্তর্জাতিক সাহিত্য বলয়ে একদিকে যেমন বাংলা সাহিত্যের  যোগাযোগ তৈরি করতে চায়, অপরদিকে বাংলাভাষার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চায় বিশ্বের সমকালীন শ্রেষ্ঠ সব কণ্ঠস্বর বা রচয়িতাদের। গ্রন্থীর আগামী সব আয়োজন ও প্রকাশনাগুলি এই প্রতিশ্রুতির স্বাক্ষর বহন করবে।

গ্রন্থীর ‘হান্ড্রেড পোয়েটস আরাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ’-এর সার্বিক সহযোগিতায় রয়েছে যুক্তরাজ্যে ভারতীয় মার্গ সঙ্গীতের শীর্ষ সংগঠন ‘সৌধ সোসাইটি অব পোয়েট্রি অ্যান্ড ইন্ডিয়ান মিউজিক’ ও বাংলা লোকসঙ্গীতের জনপ্রিয় সংস্থা রাধারমন সোসাইটি।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।