ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

১০ উপজেলায় সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
১০ উপজেলায় সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

মাদারীপুর: শিবচরের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চসহ দেশের ১০ উপজেলার শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে মাসব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইলের শিল্প সংস্কৃতির আলো’ স্লোগানে ১০ উপজেলার মুক্তমঞ্চে মাসব্যাপী শুরু হয় এ উৎসবের।

সোমবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শিবচর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

ভাচুর্য়ালি অনুষ্ঠানের উদ্বোধনে অংশ নেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের সচিব বদরুল আরেফিন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। অনুষ্ঠানটি সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়।

এরপর বিকেলে শিবচর উপজেলা চৌধুরী ফিরোজা বেগম মুক্তমঞ্চে শিবচর উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে দুই দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় উপজেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের বাস্তবায়ন করে।  

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও  আওয়ামী লীগের সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী এমপি। এছাড়াও জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. সেলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।