ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

মাগুরায় সপ্তক পরিবারের চার কবির বইয়ের পাঠ উন্মোচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
মাগুরায় সপ্তক পরিবারের চার কবির বইয়ের পাঠ উন্মোচন

মাগুরা: মাগুরায় সপ্তক পরিবারের চার কবির নতুন বইয়ের পাঠ উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে শিল্প সাহিত্য ও সংস্কৃতি লালনের স্বেচ্ছাসেবী সংগঠন সপ্তক এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন কবি ও ঔপন্যাসিক মমতাজ বেগম, কবি বিকাশ মজুমদার, কবি পরেশ কান্তি সাহাসহ জেলার কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীরা  উপস্থিত ছিলেন।  

এসময় কবি তুষার প্রসুনের ‘প্রেমাভ খ’, কবি কমল হাসানের ‘তোমার নামেই আমার অন্তর্ধান’, কবি কাব্য মোস্তফার ‘নিসর্গেও প্রতিবিম্ব’ ও কবি শিকদার ওয়ালিউজ্জামানের ‘বৃত্ত বন্দি ঘুমে পানকৌড়ি ঠোঁট’ বইয়ের পাঠ উন্মোচন করা হয়। শেষে কবিতা আবৃত্তি ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৫১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।