ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বিস্তারের অন্তর্জাল সাহিত্যালাপ ‘পাণ্ডুলিপি করে আয়োজন: ২৮ পর্ব’ সন্ধ্যায়

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
বিস্তারের অন্তর্জাল সাহিত্যালাপ ‘পাণ্ডুলিপি করে আয়োজন: ২৮ পর্ব’ সন্ধ্যায়

‘বিস্তার সাহিত্যচক্র’ আয়োজিত সাপ্তাহিক সাহিত্যালাপের অন্তর্জাল আসর ‘পাণ্ডুলিপি করে আয়োজন’ এর আটাশতম পর্ব বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিস্তারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিস্তারের এবারের আসরে অতিথি হিসাবে থাকবেন খ্যাতনামা কবি ও সাংবাদিক শিহাব সরকার। সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে সাহিত্যানুরাগীদের সাদর আমন্ত্রণ।

এ আসরে সরাসরি যোগ দেওয়ার জুম লিংক: https://us02web.zoom.us/j/89844467198?pwd=OUpNVWFxeWFtSG9tRGJZbEM4WUdDZz09

Meeting ID: 898 4446 7198, Passcode: bistaar

আর বিস্তারের ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি লাইভ দেখার লিংক: https://www.facebook.com/chittagong artscomplex/

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।