ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

স্বাধীনতার ৫০ বছরে ৫০ বই প্রকাশ করবে সংহতি

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ২, ২০২১
স্বাধীনতার ৫০ বছরে ৫০ বই প্রকাশ করবে সংহতি

স্বাধীনতার ৫০ বছরে ৫০ টি বই প্রকাশের উদ্যোগ নিয়েছে সংহতি প্রকাশন। ’৭১ এর মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সিরিজের অংশ হিসেবে বইগুলো প্রকাশ করবে প্রকাশনীটি।

এই সিরিজের মধ্য দিয়ে সংহতি প্রকাশন- ৫০ বছরে বাংলাদেশ, দেশের অগ্রগতি ও বাস্তবতা এবং সেই সাথে মানুষের চিন্তাকাঠামো ও শিল্পসংস্কৃতির নানান অগ্রগতি প্রকাশ করতে চায়।

স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান চর্চা, ইতিহাস চর্চা, নিপীড়িত জাতির লড়াই, বাংলাদেশের সংবিধান ও আইন, দেশের মানবাধিকার, সামাজিক পরিবর্তনের ধারা, নারী আন্দোলন ও অন্যান্য লিঙ্গীয় পরিচয়, ধর্মীয় চিন্তায় চালচিত্র, নদী ও পানি ব্যবস্থাপনা, নগর, গ্রাম, স্থাপত্য, বন ও প্রকৃতি, জ্বালানি, চলচ্চিত্র ইত্যাদি বিষয় নিয়ে কাজ চলছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বছরব্যাপী বইগুলো সংহতি প্রকাশন প্রকাশ করে যাবে।

খুব শিগগির নিচের ৭টি বই প্রকাশ হতে যাচ্ছে
১. একাত্তরের যুদ্ধ ও জাতীয়তাবাদের সীমা - সিরাজুল ইসলাম চৌধুরী
২. পাঁচ দশকে বাংলাদেশ : রাষ্ট্র ও রাজনীতি - আনু মুহাম্মদ
৩. Being a Woman - Rahnuma Ahmed
৪. Liberation War of Bangladesh: Deconstructing Partisan Narrative and Re-constructing Peoples History - Nurul Kabir
৫. ৫০ বছরে বাংলাদেশে নদী ও পানি ব্যবস্থাপনা - ম. ইনামুল হক
৬. স্বাধীন বাংলাদেশে নাট্যচর্চা: বিভ্রান্তি ও সাফল্য - রাহমান চৌধুরী
৭. বাংলাদেশের পররাষ্ট্রনীতির ৫০ বছর - সম্পাদনা: তানজিম উদ্দীন খান

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।