ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

আন্ওয়ার আহমদ স্মৃতিপদক পাচ্ছেন পাঁপড় সম্পাদক অদ্বৈত মারুত

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
আন্ওয়ার আহমদ স্মৃতিপদক পাচ্ছেন পাঁপড় সম্পাদক অদ্বৈত মারুত

লিটল ম্যাগাজিন ‘পাঁপড়’ সম্পাদনার জন্য কবি অদ্বৈত মারুতকে ২০২০ সালের ‘কবি সম্পাদক আ্নওয়ার আহমদ স্মৃতিপদক’ প্রদানের জন্য মনোনীত করেছে বগুড়া লেখক চক্র।

চক্রের কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

লিটল ম্যাগাজিন সম্পাদনার জন্য ২০১০ সাল থেকে কবি আন্ওয়ার আহমদ স্মরণে বগুড়া লেখক চক্র এই স্মৃতিপদক প্রদান করে আসছে।

আগামী ১৯ মার্চ শুক্রবার বিকালে বগুড়ায় কবির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিতব্য সভায় পাঁপড় সম্পাদক অদ্বৈত মারুতের হাতে স্মৃতিপদক তুলে দেওযা হবে।  

সভায় কবিপুত্র নাজিম আনওয়ার রূপমসহ কবি সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত থাকবেন।  

উল্লেখ্য, কবি সম্পাদক কবি আন্ওয়ার আহমদের জন্ম ১৯৪১ সালের ১৩ মার্চ বগুড়ায়। তিনি ২৪ ডিসেম্বর ২০০৩ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।