ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সম্বল

সোহেল আমীর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
সম্বল প্রতীকী ছবি।

লোহা ও কাঁচের মাঝে
আমার নিশ্বাস ও বসবাস
কাঁচ থেকে পাই আলো
লোহা দেয় মনোবল।

আলো, মনোবল সম্বল করে
সকল চপলতা দূরে ঠেলে দিয়ে
তুলোর মতো না উড়ে
ধবল উপলে কুফল চেপে
প্রবল পরিশ্রম আলিঙ্গন করে
দিল’কে সরল শৃঙ্খল রেখে
অহেতুক চোখের জল না ঢেলে
আসলকে বুকে গলিয়ে
নকলকে শূলে চড়িয়ে
গড়বো এই জীবন সফল।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।