ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবি সমরেন্দ্র সেনগুপ্ত স্মরণে স্মারক বক্তৃতা (সপ্তম বর্ষ) রাতে 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, মে ৯, ২০২১
কবি সমরেন্দ্র সেনগুপ্ত স্মরণে স্মারক বক্তৃতা (সপ্তম বর্ষ) রাতে 

আজ রোববার (৯ মে), রাত সাড়ে ৯টায় বিস্তারের ভাষাবিষয়ক অনুষ্ঠান ‘এই জীবনের যত মধুর ভুলগুলি’র পরিবর্তে অনুষ্ঠিত হবে বাংলাভাষার অন্যতম শক্তিমান কবি, ঢাকার সন্তান সমরেন্দ্র সেনগুপ্ত (১৯৩৫-২০১১) স্মরণে একটি মূল্যবান স্মারক বক্তৃতা।  

পিতার প্রতিষ্ঠিত বিখ্যাত সাহিত্যপত্রিকা 'বিভাবে'র পক্ষ থেকে এর আয়োজন করেছেন পত্রিকাটির বর্তমান সম্পাদক, কবিপুত্র রাহুল সেন।

অনুষ্ঠানটি পরিবেশিত হবে শিল্পসংগঠন বিস্তারের আন্তর্জাল সভাঘরে।

এই অনুষ্ঠানে প্রবেশের জুম লিংক:

https://us02web.zoom.us/j/88172141613?pwd=ZzVnV2hIWk1LcllmbnNKYW5TUHhMdz09 

Meeting ID: 881 7214 1613 Passcode: 701965

 

বিস্তার-এর ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি লাইভ দেখার লিংক:

https://www.facebook.com/chittagongartscomplex/

সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে বিস্তারের সব সদস্য, শুভার্থী ও সাহিত্যামোদীকে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, মে ৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।