ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বিস্তারের ‘দুই পা ফেলিয়া: দেশভ্রমণের দিনলিপি’র পঞ্চম পর্ব রাতে

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, মে ২৫, ২০২১
বিস্তারের ‘দুই পা ফেলিয়া: দেশভ্রমণের দিনলিপি’র পঞ্চম পর্ব রাতে

ঢাকা: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শিল্পসংগঠন ‘বিস্তার: চিটাগাং আর্টস কমপ্লেক্স’ আয়োজিত তরুণ ভ্রামণিক ডা. বাবর আলীর হেঁটে ৬৪ দিনে দেশের ৬৪ জেলা ভ্রমণের বিরল ও ব্যতিক্রমী অভিজ্ঞতাভিত্তিক ভ্রমণবিষয়ক আন্তর্জাল অনুষ্ঠান ‘দুই পা ফেলিয়া: দেশভ্রমণের দিনলিপি’র পঞ্চম পর্বটি প্রচারিত হবে মঙ্গলবার (২৫ মে) রাত সাড়ে ৯টায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিস্তারের কর্ণধার, লেখক ও ভ্রমণানুরাগী আলম খোরশেদ।

        

নিম্ন উদ্ধৃত আন্তর্জাল সংযোগটির মাধ্যমে উৎসাহী যে কেউ এ অনুষ্ঠানে যুক্ত হয়ে তার উপস্থাপনা দেখতে, কথা শুনতে, ও তার সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নিতে পারবেন।

এ আসরে সরাসরি যোগ দেওয়ার জুম লিংক:
https://us02web.zoom.us/j/85255003843?pwd=T2VoOGd3a3JFeVE3N2pNYmhLVktCQT09

Meeting ID: 852 5500 3843
Passcode: bistaar

আর বিস্তারের ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি লাইভ দেখার লিংক:
https://www.facebook.com/chittagongartscomplex/

সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে ভ্রমণপিপাসু সবাই সাদরে আমন্ত্রিত।  

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মে ২৫, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।